বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বৃষ্টিতে সৈয়দপুরে ছাতা বিক্রি বেড়েছে

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু : বর্ষা এসেছে। তাই সৈয়দপুর উপজেলার হাটবাজারে ছাতার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সেই সাথে ব্যস্ত হয়ে উঠেছে তৈরি ও মেরামতের কারিগররা। পুরাতন ভাঙ্গাচোরা ছাতা যা এতদিন ঘরের কোণে অযতেœ-অবহেলায় পড়েছিল সেগুলো নিয়ে মানুষ ছুটছে হাট-বাজারে অবস্থানকারী ছাতা কারিগরদের কাছে। মুলত: এসব কারিগরদের নিজস্ব কোন দোকান নেই। তারা ছাতার দোকানীদের দোকানের একপাশে নতুবা রাস্তার কিনারে খোলা আকাশের নিচে বসে দক্ষ হাতে নিপুণভাবে ছাতা মেরামতের কাজ করে চলেছে। এ বছর প্রতিটি ছাতার দাম ২০ থেকে ৪০ টাকা হারে বেড়েছে। একই সাথে পালা দিয়ে ছাতা তৈরি ও মেরামতের কারিগররা তাদের মজুরী বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য, ছাতার কাপড়সহ খুচরা যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ছাতা মূল্যবৃদ্ধির কারণ। তবে আর যাই হোক, আসন্ন বর্ষায় মানুষের নিত্যদিনের সঙ্গী ছাতার যেমন কদর বেড়েছে, তেমনি ছাতা ব্যবসায়ী ও কারিগরদের মৌসুমী আয় করছেন বেশ ভালভাবে। এদিকে দোকানদাররা নানা রং-বেরঙের ছাতা দোকানে সাজিয়ে রেখেছেন। ছোট শিশুদের স্কুল যাওয়ার ছাতা তেকে শুরু করে মাঝারি, বড়, ফোল্ডিং ছাতা মজুদ করে রেখেছে বলে সংশিষ্ট সূত্র জানিয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন