শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বানারীপাড়া পৌর শহর রক্ষাবাঁধ নির্মাণকাজ পরিদর্শনে এমপি

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

 বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : তিলোত্তমা বানারীপাড়া পৌরসভা গড়ার লক্ষ্যে বানারীপাড়া বন্দর বাজার সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে শহর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন বুধবার দুপুরে বরিশাল- ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা অ্যাড.তালুকদার মোঃ ইউনুস। গুরত্বপূর্ন এ বাঁধটি নির্মান হলে উপজেলার অবহেলিত এলাকা বিশারকান্দি থেকে বরিশাল পর্যন্তসড়ক যোগাযোগে জনসাধারণ উপকৃত হবে। সেই সাথে ঐতিহ্যবাহী বানারীপাড়া বন্দর বাজার ভাঙন থেকে সক্ষা পাবে। নির্মিতব্য বাঁধে সড়ক বাতী সহ লঞ্চঘাট সংলঘœ খালে ব্যীজ নিমিত হলে পৌর শহরটি দৃষ্টিনন্দন হবে। যা বানারীপাড়া তিলোত্তমা পৌরসভা গঠনে অন্যতম ভূমিকা রাখবে। এ সড়কটি ৪হাজার ফুট দীর্ঘ এবং এবং প্রস্থ হবে ১৮ ফুট। সড়কটি পৌরসভার পার্শ্ববর্তী নাজিরপুর স্কুল থেকে সন্ধ্যা নদীর তীর থেকে খেজুরবাড়ী আবাসন পর্যন্ত নির্মিত হবে। এ সড়ক নির্মান প্রকল্প বাস্তবায়নের জন্য পৌর সভার৩০ লক্ষ এবং এলজিইডির ১ কোটি ৬লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এ কাজের ৪০শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্প কাজ পরিদর্শনের স্থানীয় সংসদ সদস্য সহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, ইউএনও মোঃ শরিফুল উদ্দিন, পৌর মেয়র অ্যাড. সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহম্মদ কিসলু, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর, ওসি মোঃ খলিরুর রহমান, আ.লীগ সম্পাদক, মাওলাদ হোসেন সানা, প্রেস ক্লাব সভাপতি এস মিজানুল ইসলাম,নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম,গোলাম মাহমুদ রিপন, অধক্ষ্য মাহমুদুল হাসান সহ পৌর কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও সংশ্লিস্ট টিকাদার মেঅ ফারুক শিকদার উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন