শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জমি দখলে বাধা দেয়ায় হামলা মুক্তিযোদ্ধাসহ আহত ৪

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারীতে জমি দখলে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধাসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হলেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত আব্দুল গণী ব্যাপারীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সঙ্গে একই এলাকার মৃত মনছুর আলীর পুত্র শাহাজ আলীর দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। আদালতে মামলা হলে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পক্ষে রায় হয়। বিবাদী শাহাজ উদ্দিন আদালতকে অমান্য করে এলাকার সন্ত্রাসী ও অস্ত্র মামলার আসামি ইব্রাহিম খলিল ওরফে সাদু মাস্তানসহ কতিপয় সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে গত বুধবার প্রকাশ্য দিবালোকে জমি দখল করে গাছ লাগাতে গেলে আব্দুর রহমান বাধা দেয়। এসময় তারা লোহার রড দিয়ে তাকে পিটাতে থাকলে তার লোকজন এগিয়ে গেলে তাদেরও মারপিট করে। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ইদ্রিস আলী, বিউটি খাতুন ও মনিরুজ্জামান আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহত আব্দুর রহমান, ইদ্রিস আলী ও মনিরুজ্জমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে হবিবর রহমান বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় শাহাউদ্দিন, ইব্রাহিম খলিল সাদুসহ ৮ জনের নামে মামলা দায়ের করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী এসআই জামিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন