সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কৃষ্ণচূড়ায় রঙিন মহাসড়ক

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

 

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : দেশের উত্তরাঞ্চলের একটি প্রসিদ্ধ সড়ক নাটোর-বগুড়া মহাসড়ক। গাছে গাছে লাল কৃষ্ণচূড়ায় গ্রীষ্মের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে রুপ নিয়েছে এ সড়কটি। গ্রীষ্মের প্রচন্ড রোদে মানুষ আর পশু পাখির যখন কাহিল অবস্থা, ঠিক তখনই বিচিত্র সাজে নাটোর-বগুড়া সড়কের প্রকৃতিতে ফুটেছে লাল কৃষ্ণচূড়া ফুল। যেন কৃষ্ণচূড়ার রঙ্গিন রঙে মেতেছে সড়কটি। আর কৃষ্ণচূড়া ফোটা মানেই প্রকৃতি বদলে যাওয়া। এ সড়কে প্রকৃতির সাথে আকাশের নীলও যেন কৃষ্ণচূড়ার লালে রংধনু তৈরি করে। এই সড়কের যাত্রীরা দর্শনার্থী হয়ে সৌন্দর্য উপভোগ করে। এ পথে সফর যেন সত্যিই এক স্বপ্নের মত। প্রেমিক প্রেমিকা যুগলও কৃষ্ণচূড়ার রঙে নিজেদের মন রাঙ্গিয়ে নিতে পারে এ দৃশ্যে। নাটোর-বগুড়া মহাসড়কেরখেজুরতলা, বন্দর,শেরকোল, নিংগইন, বালুভরা, সিংড়া বাসষ্ট্যান্ড,চৌগ্রাম, জামতলী, বাঁশের ব্রীজ নামক জায়গাগুলোতে লাল কৃষ্ণচূড়া গাছগুলো সত্যিই দৃষ্টি কাঁড়ে দর্শনার্থীদের।
সিংড়াগোল-ই আফরোজ সরকারী কলেজের বাংলা বিভাগের ছাত্র শুভ চন্দ্র আনন্দ প্রকাশ করে জানান, ‘কৃষ্ণচূড়া’ ফুটার সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। কৃষ্ণচূড়ার রং দিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক সাজতে শুরু করেছে। সিংড়া পৌর শহরের মোল্লাপাড়া মহল্লার কলেজ ছাত্রী হাবিবা খাতুন বলেন, নাটোর-বগুড়া মহাসড়কদেখে সত্যিই খুব ভালো লাগে। ফুলগুলো দেখলে মন জুড়ায় যায়। যা সত্যিই অসাধারণ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন