শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাজিপুরে যমুনার চরের গম চাষিদের মুখে হাসির ঝিলিক

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

টি এম কামাল, কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙন কবলিত এলাকার তিন সহস্্রাধিক মানুষের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে যমুনা নদীর চরে ব্যাপক আকারে গমের চাষ হয়েছে। নদী ভাঙন মানুষের মুখে হাসি ফুটেছে গম চাষে। সঞ্চয় হয়েছে অদম্য শক্তি ও সাহস। গম চাষ করে তাদের সংসারে এসেছে সচ্ছলতা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের চাষ হয়েছে। নদীপারের মানুষের আশীর্বাদও যমুনা। যমুনা যেমন প্রতি বছর ঘরবাড়ি গ্রাস করছে, তেমনি পলি জমিয়ে জেগে ওঠা চরে সোনার ফসল ফলাতেও সমান ভূমিকা রাখছে। তাই তো প্রতি বছর বর্ষা মৌসুম শেষে যমুনা আশীর্বাদ হয়ে দেয় নদীপারের মানুষের জীবনে। পলিপড়া চরের জমিতে গম চাষের জন্য খুবই উপযোগী। কাজিপুরের নাটুয়ারপাড়া এলাকায় যমুনা নদীতে বাঁধ নির্মাণের কারণে উত্তর ও দক্ষিণ পাশে বিশাল আকারে চর জেগে উঠেছে। এছাড়া যমুনা নদীর সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর চরাঞ্চলে এ বছর ব্যাপকহারে গম চাষ করেছেন কৃষকরা। উপযুক্ত প্রশিক্ষণ এবং পুঁজি পেলে গম চাষের পরিধি আরো বিস্তৃতি লাভ করবে বলে কৃষকদের দাবি। চলতি বছর নদীপারের কৃষকরা ব্যাপক হারে গমের আবাদ করেছেন। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা লোকসান পোষাতে সৌসুমের শুরুতেই আটঘাট বেঁধে চরের জমিতে নিরলসভাবে শ্রম ব্যয় করেন। ফলে এ বছর কৃষকের ঘামে আর শ্রমে গমের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে গম ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। কৃষকের ঘরে ঘরে পুরোদমে চলছে গম বাজারজাতকরণের কাজ। গম চাষে অভাবনীয় সাফল্যের কারণে খুশির ঝিলিক স্পষ্ট হয়ে উঠেছে কিষাণ-কিষাণির চোখে-মুখে। যমুনা নদীর কাজিপুরের ঘোড়াগাছা গ্রামের কৃষক নূরুল ইসলাম গত পাঁচ-সাত বছর আগে যমুনা নদী তার বাড়িঘর গ্রাস করেছে। নদী তাকে সর্বস্বান্ত করলেও গত দুই বছর ওই স্থানে চর জেগে ওঠায় সেখানে তিনি এবার তিন বিঘা জমিতে গমের আবাদ করেছেন। এখানে আরো বিশাল বিশাল চর জেগে উঠবে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এ বাঁধের ফলে গ্রাম রক্ষার পাশাপাশি নদীতে বিলীন হওয়া চরগুলো আবার জেগে উঠবে। আর এসব চরে বাদাম, কালাই, গম, ধানসহ নানা ধরনের ফসলের আবাদ বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নাটুয়ারপাড়া বাজারের পশ্চিম পার্শ্বে যমুনা নদীতে বাঁধ দেয়ায় এখানেও ব্যাপক হারে গমের চাষ হয়েছে। সিরাজগঞ্জের কৃষিবিদরা জানান, সিরাজগঞ্জে যমুনা নদীর চরেই সবচেয়ে বেশি গমের চাষ হয়ে থাকে। এ বছর গমের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের চাষ হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন