শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ৬৭ জনেকে প্রতীক বরাদ্দ

রামগড়ের ২ ইউনিয়ন

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : জেলার রামগড় উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উৎসবমুখর আমেজে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে ১নং রামগড় ইউনিয়ন থেকে ৪ জন ও ২নং পতাছড়া ইউনিয়ন থেকে ৩ জন এবং ২ টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৬০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যা পদে ১৯ জনসহ মোট ৮৬ জন প্রার্থীর মাঝে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১নং রামগড় ইউনিয়ন থেকে আ.লীগ সমর্থিত শাহ আলম মজুমদার (নৌকা), বিএনপি সমর্থিত নূর হোসেন নূরু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম খাঁন (আনারস) ও অপর স্বতন্ত্র প্রার্থী হাসান আলমগীর (ঘোড়া) প্রতীক পেয়েছেন। ২নং পাতাছড়া ইউনিয়নে আ.লীগ সমর্থিত মনিন্দ্র ত্রিপুরা (নৌকা), বিএনপি সমর্থিত আবু বক্কর ছিদ্দিক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী চাইথোয়াই মারমা (আনারস) প্রতীক পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন