সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রমিকের কাজ করে জিপিএ-৫ পেলো মেধাবী ইসরাইল

প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:০২ পিএম, ১১ মে, ২০১৮

গোদাগাড়ী (রাজশাহী) থেকে মোঃ হায়দার আলী : রাজশাহীর গোদাগাড়ীতে সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি মোঃ আতাউর রহমান। দুই ছেলে আর এক মেয়ে তাদের লেখাপড়ার খরচ নিয়ে প্রায় সময়ই চিন্তায় থাকে কৃষি শ্রমিক দিনমজুর আতাউর রহমান। চিন্তা একটায় বর্তমান সময়ে লেখাপড়ার প্রতিযোগিতায় কি ভাবে ছেলে মেয়েদের ভাল ভাবে লিখাপড়া করে সু-শিক্ষিত করা যায়। তবে চিন্তা একটায় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কি ভাবে যোগান দিবেন ?। কিন্তু তিনি কখনও হতাশ হন নি। রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার কেল্লাবারুইপাড়া গ্রামের একচালা ঘরে বসবাসকারী এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ অর্জনকারী মোঃ ইসরাইল হোসেন ঈসা। গরীর পিতার সাথে কৃষি শ্রমিকের কাজে সম্পৃক্ত হয়ে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়ার খরচ জুটাতে কঠোর পরিশ্রম করেছেন। গত ৬ মে রবিবার গোদাগাড়ী এই অদম্য মেধাবী ইসরাইল হোসেনের ফলাফল প্রকাশিত হলে তাদের পরিবারের নেমে আসে আনন্দের বন্যা। ফলাফল প্রকাশিত হবার দিন কৃষক বাবা বৃষ্টিতে ভিজে যাওয়া ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত । সেই কাজে যোগ দিয়েছিলো ইসরাইল হোসেন ঈসাও। ফলাফল প্রকাশের সময় হলে ছুটে যায় গোদাগাড়ী স্কুল এন্ড কলেজে সেখান হতেই জানতে পারে সে পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতীত্বের সাথে পাশ করেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন