শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শিরোপা জয় করল সুইডেনের ম্যালকন কোকোসিনসকি

এশিয়ান ট্যুর গলফ প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এশিয়ান ট্যুর গলফ ইভেন্ট এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮ ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে ০৯ মে ২০১৮ তারিখে শুরু হয়ে ১২ মে ২০১৮ তারিখে শেষ হয়েছে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন লক্ষ ইউএস ডলার প্রাইজ মানির এই টুর্ণামেন্টে তীব্র প্রতিদ্ব›িদ্ধতাপূর্ণ খেলা উপহার দিয়ে শিরোপা জয় করেছেন সুইডেনের পেশাদার গলফার ম্যালকন কোকোসিনসকি। গতকাল শেষ রাউন্ডে পারের চেয়ে ৬ স্ট্রোক কম খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করেছেন। ইংল্যান্ডের পেশাদার গলফার জ্যাক হ্যারিসন এবং নিউজিল্যান্ডের বেন ক্যামবেল পারের চেয়ে ১১ স্ট্রোক কম খেলে যৌথভাবে ২য় স্থান অধিকার করেছেন। বাংলাদেশের উদীয়মান পেশাদার গলফার জামাল হোসন মোল্লা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন ক্যাটলিন পারের চেয়ে ৯ সেট্রাক কম খেলে যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন। উল্লেখ্য যে, জামাল হোসেন মোল­া বাংলাদেশের সেরা পেশাদার (প্রফেশনাল) গলফার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সেরা এ্যমেচার গলফার নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ। ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের লবির সম্মুখস্থ লনে ১২ মে বিকাল ৩টায় সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী ও প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ ফেডারেশন জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী, সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওবাইদুল হক (অবঃ), এবি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী এবং উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব সাজ্জাদ হোসেন, এশিয়ান ট্যুর এর সিও গৎ ও এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮ এর বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন