রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সীতাকুন্ডে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

সীতাকুÐ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুÐে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি আদায়ের প্রেক্ষিতে সীতাকুÐ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গতকাল সোমবার সকাল ১০টায় বানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমের বরাবরে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা পরিষদের সামনে মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাকালীন থানা কমান্ডার কাজী সিরাজুল আলমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা থানা কমান্ডার মোঃ আলীম উল্লাহ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার, মোহাম্মদ ছানাউল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতাহের ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা মানিক লাল বড়–য়া মাখন লাল নাথ। এতে উপস্থিত ছিলেন, সহকারী কমান্ডার নুরমোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল লাতু, শাহ্ আলম নিজামী, নুরুল ইসলামসহ অনেকে। বানববন্ধনে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের স্বতন্ত্র পরিচয় পত্র প্রদান, যোদ্ধাপরাধী ও স্বাধীনতা রিরোধীদের চাকরিতে নিযোগ না দেয়া, যোদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ীত্ব গ্রহনের পর আমাদের অনেক সুযোগ সুবিধা ও সম্মান দিয়েছেন। তবে মুক্তিযোদ্ধা সন্তানরা সরকারি চাকরিতে নির্ধারীত কোটা অনুযায়ী চাকরি পায়নি। পুরো সীতাকুÐ উপজেলায় শুধু মাত্র ৬০ থেকে ৭০জন চাকরি করার সুযোগ পেয়েছেন। যা অত্যান্ত দুঃখ জনক। তাই আমরা মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন