আগের মতো পালতোলা নৌকা চলে না, মাঝি-মাল্লাদের কর্মকা- চোখে পড়ে না। ধূধূ বালু আর মাথাতোলা কৃষকের ফসলের ফাঁক দিয়ে জীর্ণশীর্ণ মরা খালের অস্তিত্ব দৃষ্টি গোচর হয়। কিছুটা পানি থাকলেও গাজীখালী এখন ফসলের মাঠ হিসেবেই পরিচিত। মানিকগঞ্জ জেলার ভিতর দিয়ে বয়ে চলা এক সময়ের খরস্রোতা ধলেশ্বরীর শাখা নদী গাজীখালির বুক এখন সবুজ ফসলের মাঠ। তবে শীর্ণ খালের বুকেও পানির অভাবে চাষিরা পড়েন বিপাকে। ছবিটি সিংগাইরের ইসলামনগর এলাকা থেকে তুলেছেন আমাদের সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা ডিএম রিয়াজুল ইসলাম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন