সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর পীরখালি খাল থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গত রোববার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মোন্তেজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৮), মনোরঞ্জন মন্ডলের ছেলে বিশ্ব মন্ডল (২০), সুজীর মন্ডলের ছেলে জয়দেব মন্ডল (২৫), ফকির মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল (২৪), মেহের আলী গাজীর ছেলে মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা এলঅকার ফনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রমেশ মন্ডল (২০)।
র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মুকুর জানান, বনদস্যু কাজল বাহিনীর হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। কাজল বাহিনীর সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন