রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভোলায় এলজিইডির সিসিআরআইপি-এর কাজ পরিদর্শন

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


ভোলা থেকে মোঃ জহিরুল হক : ভোলার লালমোহনসহ বিভিন্ন উপজেলা এলজিইডির সিসিআরআইপি-এর বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করলেন এডিবির বিদেশী মিশন টিম।
গত সোমবার ভোলা জেলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার এলজিইডির সিসিআরআইপি-এর প্রকল্পে এডিবির অর্থায়নে নির্মিতব্য রাস্তা, কালবার্ট, ব্রিজসহ বিভিন্ন কাজ পরিদর্শন করেন তারা। পরে টিমের সদস্যরা কাজগুলো সিডিউল মোতাবেক হচ্ছে কিনা তা সরেজমিনে পরীক্ষা নিরিক্ষা করেন। প্রথমে তারা বোরহানউদ্দিন উপজেলা এ প্রকল্পের কাজ এবং পরবর্তিতে লালমোহন উপজেলার কৃষি ব্যাংক ৫৪৫০ কিঃমিঃ হতে কর্তারহাট সড়কের ৯৫৩৮ কিঃমিঃ রাস্তায় ১৩ টি কালর্ভাট, ব্রিজ ও রাস্তার কাজ সিডিউল মোতাবেক হচ্ছে কিনা তা দেখেন। এ সময় এডিবি টিমের প্রধান জহির উদ্দিন আহমেদ এবং সিসিআরআইপির প্রকল্প পরিচালক এ কে এম লুৎফর রহমান বলেন এডিবির আর্থায়নে বাংলাদেশে গৃহিত প্রকল্পের কাজগুলো গুনগত মাজ বজায় রেখে সিডিউল মোতাবেক হচ্ছে কিনা এ পরিদর্শন তারই অংশ। এ সময় তারা কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এডিবি মিশন টিমের প্রধান জহির উদ্দিন আহমেদ, তত্বাবধায়ক প্রকৌশলী ও সিসিআরআইপিএর প্রকল্প পরিচালক এ কে এম লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফোরকান সিকদার,সহকারী প্রকৌশলী মোঃ রহমতী খুদা, জার্মান থেকে আসা এডিবির সদস্য ওয়ালটর,প্রকল্পের কনসালটেন্ট প্রকৌশলী অমৃত কুমার দাস,কনসালটেন্ট প্রকৌশলী রকিবুল হক,কনসালটেন্ট প্রকৌশলী সেমকো চাকমা, উপ সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,উপ সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আজম, উপ সহকারী প্রকৌশলী মোঃ শাহাজাহান,নক্সাকার মোঃ বখতিয়ার উদ্দিন প্রমুখ। পরিদর্শনকালে প্রকল্পের সাইট আফিসে বসে কাজেন মান সিডিউল মোতাবেক,সঠিক সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার জন্য পরামর্শ মুলক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন