তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও তেঁতুলিয়া ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে মাদকবিরোধী অভিযান ও আলোচনা সভা। গতকাল রোববার সকাল ১১টায় কলেজের হলরুমে তেঁতুলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম শাহীন উপজেলা চেয়ারম্যান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন উপজেলা নির্বাহী অফিসার তেঁতুলিয়া। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেডএম আসাদুজ্জামান তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, দিদার আহমেদ বিজিবি কোম্পানি কমান্ডার তেঁতুলিয়া। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা মাদকের সুফল ও কুফল বিষয়ে বিশদ আলোচনা শেষে সভার সমাপ্তি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন