শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সৈয়দপুর রেল কারখানায় ৪০ কোচ পরীক্ষায় ভারতীয় প্রকৌশলীরা

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : ভারত থেকে আমদানি করা জাতীয় পতাকার লাল- সবুজের ৪০ যাত্রীবাহী কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় রাখা হয়েছে। ভারত থেকে কেনা মোট ১২০টি কোচের মধ্যে দুই দফায় ৫০টি কোচ দর্শনা স্থলবন্দর দিয়ে কারখানায় আসে। রেলওয়ে সূত্র জানায়, কারখানায় রাখা ৪০টি কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করার প্রস্ততি শুরু হয়েছে। এ জন্য কোচগুলোকে কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর কমিশনিং করা হয়। এ পরীক্ষা-নিরীক্ষার কাজ করছে ভারতীয় রেলওয়ের একটি প্রকৌশলী দল। এই দলটি ওজন ক্ষমতা, কারিগরি উপযুক্ততা ও অন্যান্য যান্ত্রিক কর্মক্ষমতা পরীক্ষা করবেন। একই সঙ্গে প্রতিনিধি দলটি রেলওয়ের যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগের কারিগরদের কারিগরি প্রশিক্ষণ দেবেন। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী ইফতেখার আহমদ দ্রুততম সময়ে এসব কোচের পরীক্ষা-নিরীক্ষা শেষে হস্তান্তন্তের জন্য বলেছেন। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন জানান, কোচ আমদানির বিষয়টি দেখার জন্য বিভাগ রয়েছে। রেলওয়ে কারখানায় এসব পরীক্ষা-নিরীক্ষার পর ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। বাংলা নববর্ষে কমপক্ষে একটি বা দুটি ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
আলোচনা সভা
নীলফামারীর সৈয়দপুরে প্রাক্তন প্রধান শিক্ষকের মৃত্যুতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের কয়ানিজপাড়া এলাকার কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের মরহুম কফিল উদ্দিন শাহ এর স্মরণে বিদ্যালয় চত্বরে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক মাহতাব উদ্দিন, আকমল সরকার রাজু, নির্বাহী সম্পাদক সাপ্তাহিক দাগ ওয়ায়েজুল হক, ডা. শরীফুল ইসলাম, ধর্ম শিক্ষক আব্দুস সালাম, আলমগীর সরকার, বার্তা সম্পাদক সাপ্তাহিক দাগ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন