মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে : দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া-তালোড়া সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং এর পাথরসহ পিচ উঠে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। ফলে এলাকাবাসীসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দক্ষিণে বন্দর নগর তালোড়া পৌরসভা অবস্থিত। দুপচাঁচিয়া-তালোড়া ভায়া কুন্দ্রগ্রাম হয়ে নওগাঁর রানীনগরসহ আরেকটি সড়ক তালোড়া থেকে রেল লাইনের পাশ দিয়ে আলতাফনগর হয়ে নরশৎপুর দিয়ে আদমদিঘী উপজেলায় মিশেছে। এই সড়কটিগুলোর গুরুত্ব অনেক বেশি। এই সড়কটি উপজেলার সাথে যোগাযোগের একমাত্র পথ। এ ছাড়াও এই সড়ক দিয়েই উপজেলার মানুষ আদমদিঘীর কুন্দ্রগ্রাম চাঁপাপুর ও নরশৎপুর হয়ে পার্শ্ববর্তী আদমদীঘি সান্তাহারের যোগাযোগ রক্ষা করে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত লোক চলাচল করে। এছাড়াও শস্য ভা-ার হিসেবে পরিচিত এলাকার বিভিন্ন শস্য নিয়ে বিভিন্ন যানবাহনও চলাচল করে থাকে। বন্দর নগর তালোড়ায় সরকারি খাদ্য গুদাম, তালোড়ার রেল স্টেশন, সরকারি কলেজসহ বেশ কিছু এ্যালোমিনিয়াম ফ্যাক্টরি ও কারখানা রয়েছে। এই সড়ক দিয়ে তালোড়া থেকে বিভিন্ন এ্যালুমিনিয়াম সামগ্রীসহ ধান চাল বোঝাই ট্রাক দেশের বিভিন্ন স্থানে যায়। দুপচাঁচিয়া থেকে ৭ কিলোমিটার দূরত্ব সড়কটির অবস্থাও করুণ। সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং এর পাথর পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক দিয়ে চলাচলের সাধারণ মানুষসহ যানবাহনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসছে বর্ষাকাল সড়কটি মেরামত করা না হলে এলাকাবাসীর দুর্ভোগ যেমন বাড়বে তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাবে। এ ব্যাপারে তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার এর সাথে যোগাযোগ করলে তিনি “দৈনিক ইনকিলাব” কে জানান, দুপচাঁচিয়া-তালোড়া সড়কটি সড়ক ও জলপথ বিভাগের। সড়কটির অবস্থা করুণ। আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই সড়কটি সংস্কার করা প্রয়োজন। ওই সড়কটির বেশ কিছু অংশ পৌর এলাকার মধ্যেও বেহাল দশা হলেও প্রশাসনিক জটিলতার কারণে সংস্কার করা সম্ভব হচ্ছে না। তিনি সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে গতকাল সোমবার সড়ক ও জলপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সড়কটির ইতিপূর্বে দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদারও নিযুক্ত হয়েছে। স্বল্পসময়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন