শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আখাউড়ায় শীতার্তদের পাশে বিজিবি

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে সরাইল ১২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আখাউড়া রেল স্টেশনে এবং উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চার শতাধিক দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাইল ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষে সরাইল ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বলেন, তীব্র শীতের কারণে যেসব অসহায় মানুষ কষ্টে দিনযাপন করছেন তাদের জন্যই বিজিবি’র এই ক্ষুদ্র প্রয়াস। শীতার্তদের একটু উষ্ণতা দিতেই বিজিবি দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। কম্বল বিতরণের সময় আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, ইত্তেফাক সংবাদদাতা মো. ফজলে রাব্বিসহ ১২ বিজিবি ব্যাটালিয়নের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন