শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নৌকার টিকিট প্রত্যাশী আড়াইশ’ বিপাকে আ.লীগ নেতারা

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : পটিয়া উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ১৭ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার টিকিট প্রত্যাশী প্রায় আড়াইশ’। গত ২ এপ্রিল উপজেলার ১৭ ইউনিয়ন থেকে আড়াইশ’ ফরম নিলেও ইতোমধ্যে জমা দিয়েছে প্রায় দেড়শ’। এ অবস্থায় দলীয় মনোনয়ন মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত আ.লীগ নেতারা চরমভাবে বিপাকে পড়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ মনিটরিং সেলের প্রধানের দায়িত্বে রয়েছে। পটিয়ার সংসদ সদস্য আলহাজ সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি চেমন আর তৈয়ব, উপজেলা আ.লীগ সভাপতি রাশেদ মনোয়ার, অ্যাডভোকেট আবদুর রশীদ, দেবব্রত দাশ, অ্যাডভোকেট জসীম উদ্দীন খানসহ মনিটরিং সেলে পটিয়া উপজেলার ইউপি নির্বাচনে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে। গত ২ এপ্রিল আ.লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারা মিছিল সহকারে ঢাক-ঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশে পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে মনিটরিং সেলের নেতৃবৃন্দের কাছে মনোনয়ন ফরম জমা দেন। আগামী ১০/১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন বাছাই করে প্রার্থী তালিকা জেলা কমিটির কাছে জমা দেয়া হবে। কিন্তু দেড়শ’ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ১৭ জনকে মনোনয়ন দিতে হবে। বাদ পড়া মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখা দিবে বিরূপ প্রতিক্রিয়া। অনেকেই প্রার্থী হবেন বিদ্রোহী প্রার্থী হিসেবে। এই নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে পটিয়ায় মহা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে অভিজ্ঞ মহল। গতকাল এ ব্যাপারে পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি রাশেদ মনোয়ার থেকে জানতে চাইলে তিনি জানান, সমঝোতার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের চেষ্টা চলছে। ইউপি নির্বাচনে নির্বাচিত হতে পারবে এমন ব্যক্তিদের সমঝোতার ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন