মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরের ৫নং আনাইতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৩ এবং বিএনপির ২ প্রার্থী দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দুই দলের ৫ প্রার্থীই দলীয় মনোনয় ফরম সংগ্রহের পর মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকতে তাদের বিগত দিনের দলীয় কর্মকা- নানাভাবে দলের হাইকামান্ডের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন। আনাইতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল বকশী দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকলেও আওয়ামী লীগের তিন প্রার্থীই তাদের নিজ নিজ দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। জানা গেছে, আনাইতারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মিজানুর রশিদ আবু আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অপরদিকে আনাইতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল বকশী ও আনাইতারা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রফিক বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দুই দলের ৫ প্রার্থীই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকতে তাদের বিগত দিনের দলীয় কর্মকা- নানাভাবে দলের হাইকামান্ডের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন। জানা গেছে, জাতীয় ও স্থানীয় নির্বাচনে আনাইতারা ইউনিয়নে বরাবরই বিএনপি প্রার্থীরা বেশি ভোট পেয়ে থাকেন। গত ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান বাবুল বকশীর ওয়ার্ড থেকে আরও দুই প্রার্থী নির্বাচন করায় আওয়ামী লীগ প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল ময়নালের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। সরেজমিনে গিয়ে জানা গেছে, এবারের নির্বাচনে ওই দুই প্রার্থী নির্বাচন না করায় বাবুল বকশী অনেকটাই ঝামেলা মুক্ত রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে আওয়ামী লীগের তিন প্রার্থীই মনোনয়ন পেতে অত্যন্ত আশাবাদী। এই ইউনিয়নে বিএনপির একক প্রার্থী বাছাই সহজ হলেও সরকারি দলের জন্য তা অনেকটা দুষ্কর হবে বলে তৃণমূল থেকে জানা গেছে। শতর্কতার সঙ্গে একক প্রার্থী বাছাই করে সম্মিলিতভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করলে আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের দখলেই থাকবে বলে দলীয় সমর্থকরা অভিমত ব্যক্ত করেছেন। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, আনাইতারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের। আগামী নির্বাচনেও এই ইউনিয়নে যাতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয় সেজন্য সতর্কতার সঙ্গে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ বলেন, ওই ইউনিয়নে বিএনপির দুই জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাবেক চেয়ারম্যান বাবুল বকশী একক প্রার্থী হিসেবেই অনেকাটা চূড়ান্ত বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন অফিস সূত্র জানান, ২৪.৬৩ বর্গ কিলোমিটার আয়তনের জামুর্কী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৯৯৯৮ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন