শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিন স্থানে ১৫০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের তিন স্থানে চেয়ারম্যান পদে ১৫০ প্রার্থীর মনোনয়ন দাখিল করার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, শাহরাস্তিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার ৬টি ইউনিয়নে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৪৬ জন ও সাধারণ সদস্য পদে ২শ’ ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে ৪ জন, রায়শ্রী দক্ষিণে ৫ জন, সূচীপাড়া উত্তরে ৭ জন, সূচীপাড়া দক্ষিণে ১১ জন, চিতোষী পূর্ব ইউনিয়নে ৫ জন ও চিতোষী পশ্চিমে ৪ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে আ.লীগের চেয়ারম্যান পদে ৬ জন, বিএনপির ৭ জন, জাতীয় পার্টির ১ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ২ জন, ইসলামী ফ্রন্ট ২ জন ও আ.লীগ এবং বিএনপি’র বিদ্রোহী ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। রায়শ্রী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ সেলিম পাটওয়ারী লিটন (বিএনপি), মোঃ মোশারফ হোসেন মুশু (আ.লীগ), মাওঃ ওবায়েদুল হক, তাহেরুল ইসলাম। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডাঃ আব্দুর রাজ্জাক (আ.লীগ), মোঃ হাবিবুর রহমান (বিএনপি), আব্দুল মমিন, মোঃ আবু হানিফ ও মোঃ আমিনুল কবির পাটওয়ারী। চিতোষী পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ আবু ইউসুফ পাটওয়ারী (আ.লীগ), মোঃ আলী হোসেন (বিএনপি), একরাম হোসেন, কামাল হোসেন ও আলম বেলাল। চিতোষী পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জোবায়েদ কবির বাহাদুর (বিএনপি), মোঃ আনোয়ার হোসেন (আ.লীগ), মোঃ শামছুল হক মিয়াজী ও মোঃ আরশাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। সূচীপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ হাবিবুর রহমান পাটওয়ারী (বিএনপি), মোঃ মোস্তফা কামাল মজুমদার (আ.লীগ), মেশকাত হোসেন বিটু, মোঃ মিজানুর রহমান, আবু ইউসুফ বাবুল, মাওঃ ইমাম হোসাইন (ইসলামী ফ্রন্ট) ও নুরুল আলম। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোঃ গোলাম মোস্তফা (আ.লীগ), আলমগীর ভূঁইয়া (বিএনপি), মোঃ মহিউদ্দিন (বিএনপি), তৌহিদুল আনোয়ার (জাতীয় পার্টি), হাফেজ ইউনুস আনছারী (ইসলামী ফ্রন্ট), ডাঃ আব্দুর রশিদ, মাসুদ আলম পাটওয়ারী, মোঃ জাকির হোসেন, মাহতাব উদ্দিন আহমেদ, নুরুল আলম পাটওয়ারী ও মোঃ হুমায়ুন।
বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে গত বৃহস্পতিবার আ.লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রপ্রার্থীসহ ৮৫ জন চেযারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে আগামী ৭ মে বাগমারা উপজেলার ১৬ ইউনিয়নে এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন হওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আ.লীগের ১৬ জন বিএনপির ১৬জন, জাতীয় পার্টির ৬ জন, জামায়াত (স্বতন্ত্র) ৩জন, কমিউনিস্ট পার্টির ১জন ও স্বতন্ত্র ৪১ জন চেয়ারম্যান প্রার্থী দলীয়সহ সমর্থকদের নিয়ে এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা নির্ধারিত রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট নিজ নিজ মনোনয়পত্র দাখিল করেন। বাসুপাড়া ইউনিয়নে চেয়ারম্যানপদে মনোনয়নপত্র দাখিল করেছেন এরা হলেন- বিএনপির প্রার্থী জিল্লুর রহমান, আ.লীগের মাস্টার লুৎফর রহমান, স্বতন্ত্র প্রার্থী আব্দুর জব্বার মন্ডল, মাষ্টার আনিছার রহমান। নরদাশ ইউনিয়নের আ.লীগের অধ্যক্ষ শফি কামাল বাবুল, আ.লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাষ্টার, বিএনপির আব্দুল মতিন, স্বতন্ত্র  প্রার্থী সেকেন্দার আলী, সেফাতুল্ল্যা, জোনাব আলী মৃধা, জাফর আলী, আতাউর রহমান, শাহ আলম। সোনাডাঙ্গা ইউনিয়নে আ.লীগের অধ্যক্ষ আজাহারুল হক জাতীয়পার্টিও প্রার্থী তৈহিদুল ইসলাম, বিএপির এ্যাড. মোজাফ্ফর হোসেন। গোবিন্দপাড়া ইউনিয়নে স্বতন্ত্র (জামায়াত) আব্দুল কাফি, বিএনপি আশরাফুল ইসলাম, আ.লীগের আব্দুল্লা আল মামুন, কমিউনিস্ট পার্টির বিজনকুমার সরকার। ঝিকরা ইউনিয়নে স্বতন্ত্র (জামায়াত) ইব্রাহিম হোসেন, বিএনপির সাইদুর রহমান, স্বতন্ত্র  আশরাফুল ইসলাম, আ.লীগের আব্দুল হামিদ ফৌজদার, জান্নাতুন নাহার। যোগীপাড়া ইউপিতে আ.লীগের মাজেদুর রহমান সোহাগ, বিএনপির আরিফুল ইসলাম রনি, আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল, লায়লা আন্জুমানয়ারা লিপি, এসএফ এমাজ উদ্দিন। গোয়ালকান্দি ইউনিয়নে স্বতন্ত্র আব্দুল লতিফ, জিতেন্দ্রনাথ, আ.লীগের আব্দুস সালাম, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার, মছির উদ্দিন স্বতন্ত্র প্রার্থী জবেদা বিবি, মামুন আর রশিদ। গণিপুর ইউপিতে আ.লীগের এস এম এনামুল হক, আ.লীগের বিদ্রোহী হারুন অর রশিদ, রহিদুল ইসলাম, বিএনপির এ্যাডঃ মনিরুজ্জামান রন্জু, স্বতন্ত্র আফসার আলী সরদার, মতিউর রহমান, খন্দকার মাহবুবুর রশিদ, রোকনুজ্জামান, জাতীয়পার্টির আফছার আলী। দ্বীপপুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী বিকাশ চন্দ্র ভৌমিক, আ.লীগের বিদ্রোহী মোফাজ্জল হোসেন, স্বতন্ত্র মকলেছুর রহমান, মতিউর আলম, আবুল হোসেন কবিরাজ, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম। কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের আ.লীগের আয়েন উদ্দিন বিএনপির আব্দুল গোফ্ফার, জাতীয়পার্টির মোজাম্মেল হক, বিএনপির বিদ্রোহী আব্দুস সামাদ। শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মকবুল হোসেন মৃধা, বিএনপির আকবর হোসেন মল্লিক। বড়বিহানালী ইউনিয়নের বিএনপির মাহমুদুর রহমান, স্বতন্ত্র আব্দুল মালেক, হাসিনা বিবি, আ.লীগের রেজাউল করিম রেজা। আউচপাড়া ইউনিয়নের আ.লীগের সরদার জানবক্স আ.লীগের বিদ্রোহী শহিদুল ইসলাম, স্বতন্ত্র আব্দুর রাজ্জাক, আবু আব্দুল্লাহ মোহম্মাদ আসাদুল্লাহ, আব্দুর জলিল, বিএনপির বিদ্রোহী শফিকুল ইসলাম। শুভডাঙ্গা ইউনিয়নের মোহসীন আলী প্রাং আব্দুস সাত্তার, আবু সামা মোহাম্মাদ মিষ্টার, আফজাল হোসেন, বিএনপির আব্দুল জলিল, আ.লীগের আব্দুল হাকিম। মাড়িয়া ইউনিয়নে আসলাম আলী আসকান, আকবর আলী, আ.লীগের বিদ্রোহী রেজাউল হক, স্বতন্ত্র নাসিমা বিবি, শাহজাহান আলী, রফিকুল ইসলাম। হামিরকুৎসা ইউনিয়নে বিএনপির মামুনুর রশিদ মামুন পাঁচকড়ি, স্বতন্ত্র আনোয়ার হোসেন, আব্দুল বারী, জাতীয়পার্টির মোহাম্মাদ আলী খামারু, সাথী নুরুন্নাহার মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেটের বিশ্বনাথে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গত বৃহস্পতিবার। ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও সতন্ত্রসহ ২৯জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন বলে জানা গেছে। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে আ.লীগ ও বিএনপিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৬ জন। অন্যদিকে জামায়াত ও খেলাফত মজলিশের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত বৃহস্পতিবার প্রার্থীরা নিজ নিজ এলাকার রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেন। আ.লীগ বিভিন্ন ইউনিয়নে মনোনীত প্রার্থীরা হলেন- লামাকজী ডাঃ শাহনুর হোসেন, খাজাঞ্চী : শংকর চন্দ্র ধর, অলংকারী : রফিক মিয়া, রামপাশা : অ্যাডভোকেট আলমগীর হোসেন, দৌলতপুর : আমির আলী, বিশ্বনাথ সদর : আব্দুল জলিল জালাল ও দেওকলস ইউনিয়নে আবুল কালাম জুয়েল। অন্যদিকে বিএনপির প্রার্থীরা হলেন- লামাকাজী ইউনিয়নে কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী : তালুকদার গিয়াস উদ্দিন, অলংকারী : এমএ হক, রামপাশা : জয়নাল আবেদীন, দৌলতপুর : হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর : জালাল উদ্দিন ও দেওকলস ইউনিয়নে আলাল আহমদ। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন- লামাকাজী ইউনিয়নে একেএম দুলাল, খাজাঞ্চী : রুবেল আহমদ আফজাল, অলংকারী : ছালেহ আহমদ তোতা, দৌলতপুর : সাইদুর রহমান ও দেওকলস ইউনিয়নে মাওলানা সহল আল-রাজী। এদিকে আওয়ামী লীগের ৫ জন ও বিএনপি থেকে ১জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বিশ্বনাথ সদরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছয়ফুল হক, সাবেক সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, দেওকলস সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, খাজাঞ্চীতে সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেন ও দৌলতপুরে আ’লীগ নেতা আসাব উদ্দিন এবং বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হলেন- অলংকারী ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম রুহেল। তাদের দাবি তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে দৌলতপুর ইউনিয়ন থেকে খালেদ মিয়া, জামায়াত নেতা বাবুল মিয়া, খাজাঞ্চী থেকে সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সদর থেকে খেলাফত মজলিশ নেতা আব্দুল মতিন মনোনয়ন দাখিল করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন