শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আওয়ামী লীগে বিদ্রোহী ৪ বিএনপিতে একক

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : চতুর্থ ধাপে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ৪০ জন এবং সাধারণ সদস্য পদে ১২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক এবং অপর রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের দপ্তরে। এ চারটি ইউনিয়নে ভোট গ্রহণ আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। এদিকে আওয়ামী লীগ ৪টি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা দিলেও দল থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে তিনটি ইউনিয়নে ৪ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ ক্ষেত্রে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই। ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন যারা তাদের মধ্যে কামারখালী ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান বিশ্বাস, (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের সদস্য মো. লুৎফর রহমান (আ’লীগ বিদ্রোহী), উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান (বিএনপি)। বাগাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ফকির (বিএনপি), মো. মতিয়ার রহমান খান (আ’লীগ), মো. মুরাদ মিয়া (স্বতন্ত্র), মো. মনিরুল ইসলাম (স্বতন্ত্র)। রায়পুর ইউনিয়নে মো. কামরুজ্জামান (বিএনপি), মো. মোতালেব হোসেন মৃধা (আ’লীগ), উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সম্প্রতি আ’লীগের যোগদান করেন এবং আ’লীগের মনোনয়ন না পাওয়ায় বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন মিয়া (আ’লীগ বিদ্রোহি), মো. সিরাজুল ইসলাম (ওয়ার্কার্স পার্টি)। জাহাপুর ইউনিয়নে মাসুদ খান (বিএনপি), বর্তমান চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু (আ’লীগ), আ’লীগে মনোনয়ন চেয়ে না পাওয়া আজাদ রহমান টিক্কা (আ’লীগ বিদ্রোহ), ইছাক হোসেন ম্যোলা (আ’লীগ বিদ্রোহী) আছাদুজ্জামন (স্বতন্ত্র)। জাহাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন দুই ভাই আজাদ রহমান ও আসাদুজ্জামান মনোনয়ন দাখিল করেছেন। ৪ জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কাছে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে মনোনয়ন দাখিল করায় তাদেরকে বিদ্রোহী হিসেবে ধরা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন