শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ষোল চেয়ারের জন্য ৮৪ জনের লড়াই

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে গত বুধবার পর্যন্ত আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীসহ ৮৪ জন চেযারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে আগামী ৭ মে বাগমারা উপজেলার ১৬ ইউনিয়নে এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বুধবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় সমর্থকদের নিয়ে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে নির্ধারিত রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। চেয়ারম্যান পদে বাসুপাড়া ইউনিয়নের মনোনয়নপত্র উত্তোলন করেছেন এরা হলেন- বিএনপি’র প্রার্থী জিল্লুর রহমান, আ.লীগের লুৎফর রহমান, আ.লীগের বিদ্রোহী প্রার্থী জাফর ইকবাল, স্বতন্ত্রপ্রার্থী আব্দুর জব্বার ম-ল নরদাশ ইউনিয়নের আ.লীগের অধ্যক্ষ শফি কামাল বাবুল, আ.লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাস্টার, বিএনপির আব্দুল মতিন, স্বতন্ত্রপ্রার্থী সেকেন্দার আলী, সেফাতুল্ল্যা, জোনাব আলী মৃধা, জাফর আলী, আতাউর রহমান, শাহ আলম সোনাডাঙ্গা ইউপির আ.লীগের অধ্যক্ষ আজাহারুল হক স্বতন্ত্রপ্রার্থী অহিদুর ইসলাম, বিএনপির অ্যাড, মোজাফ্ফর হোসেন ঝিকরা ইউনিয়নের স্বতন্ত্র (জামায়াত) ইব্রাহিম হোসেন, বিএনপির সাইদুর রহমান, স্বতন্ত্র আশরাফুল ইসলাম, আ.লীগের আব্দুল হামিদ ফৌজদার, জান্নাতুন নাহার, যোগীপাড়া ইউপিতে আ.লীগের মাজেদুর রহমান সোহাগ, বিএনপির আরিফুল ইসলাম রনি, আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল, লায়লা আন্জুমানয়ারা লিপি, এস এফ এমাজ উদ্দিন গোয়ালকান্দি ইউনিয়নে স্বতন্ত্র (জামায়াত) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খাঁন, স্বতন্ত্র আব্দুল লতিফ, জিতেন্দ্রনাথ, আ.লীগের আব্দুস সালাম, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার, মছির উদ্দিন স্বতন্ত্রপ্রার্থী জবেদা বিবি, মামুন আর রশিদ, গণিপুর ইউপিতে আ.লীগের এনামুল হক, আ.লীগের বিদ্রোহী হারুন অর রশিদ, রহিদুল ইসলাম, বিএনপির অ্যাড মনিরুজ্জামান রন্জু, স্বতন্ত্র আফসার আলী সরদার, মতিউর রহমান, খন্দকার মাহবুবুর রশিদ, রোকনুজ্জামান, দ্বীপপুর আ.লীগের প্রার্থী বিকাশ চন্দ্র ভৌমিক, আ.লীগের বিদ্রোহী মোফাজ্জল হোসেন, স্বতন্ত্র মকলেছুর রহমান, মতিউর আলম,আবুল হোসেন কবিরাজ, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের আ.লীগের আয়েন উদ্দিন বিএনপির আব্দুল গোফ্ফার, স্বতন্ত্র মোজাম্মেল হক, বিএনপির বিদ্রোহী আব্দুস সামাদ শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মকবুল হোসেন মৃধা, বিএনপির আকবর হোসেন মল্লিক বড়বিহানালী ইউনিয়নের বিএনপির মাহমুদুর রহমান, স্বতন্ত্র আব্দুল মালেক, হাসিনা বিবি, আ.লীগের রেজাউল করিম রেজা, আউচপাড়া ইউনিয়নের আ.লীগের সরদার জানবক্স আ.লীগের বিদ্রোহী শহিদুল ইসলাম, স্বতন্ত্র আব্দুর রাজ্জাক, আবু আব্দুল্লাহ মোহম্মাদ আসাদুল্লাহ, আব্দুর জলিল, বিএনপির বিদ্রোহী শফিকুল ইসলাম শুভডাঙ্গা ইউনিয়নের মোহসীন আলী প্রাং আব্দুস সাত্তার, আবু সামা মোহাম্মাদ মিস্টার, আফজাল হোসেন, বিএনপির আব্দুল জলিল, আব্দুল হাকিম, মাড়িয়া ইউপি’র আসলাম আলী আসকান,আকবর আলী, স্বতন্ত্র (জামায়াত) রেজাউল হক, নাসিমা বিবি, শাহজাহান আলী, রফিকুল ইসলাম, হামিরকুৎসা ইউনিয়নের বিএনপির মামুনুর রশিদ মামুন পাঁচকড়ি, আনোয়ার হোসেন, আব্দুল বারী, মোহাম্মাদ আলী খামারু, সাথী নুরুন্নাহার মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। বাগমারা নির্বাহী ও উপজেলা রিটার্নিং অফিসার নাছরিন আকতার জানান, বৃহস্পতিবার ইউপি নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন