অভ্যন্তরীণ ডেস্ক : মাগুরার শ্রীপুর ও বগুড়ার গাবতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৬ জনসহ ৯২৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
মাগুরা জেলা সংবাদদাতা জানান, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৪৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ৮টি ইউনিয়নে ৩ জন সহকারী রিটার্নিং অফিসার যথাক্রমে উপজেলা নির্বাচন অফিসার, কৃষি অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার গত বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন- গয়েশপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা (নৌকা), মোঃ ইয়াকুব আলী (ধানের শীষ), স্বতন্ত্র ইউসুফ আলী মন্ডল (আনারস), আমলসার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস (নৌকা), মোখলেছুর রহমান সাবের (ধানের শীষ) স্বতন্ত্র নূর ইসলাম (চশমা), শাহানূর আলম খান (আনারস), সামসুন্নাহার বেগম (মোটরসাইকেল), শ্রীকোল ইউনিয়নে এমএম মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম (নৌকা), উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার (ধানের শীষ) স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি (আনারস), বাহার মিয়া (হাতপাখা), শ্রীপুর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মসিয়ার রহমান (নৌকা), এনামুল হক পান্নু, (ধানের শীষ), স্বতন্ত্র মোঃ আখেরুজ্জামান বিশ্বাস (আনারস), মোঃ মোস্তাফিজুর রহমান (হাতপাখা), দ্বারিয়াপুর ইউনিয়নে মোঃ জাকির হোসেন কানন (নৌকা), আনিচুর রহমান (ধানের শীষ), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান কাজী মহিদুল আলম মহিদ (আনারস), মোঃ আকতারুজ্জামান, কাদিরপাড়া ইউনিয়নে লিয়াকত আলী বিশ্বাস (নৌকা) তিতাস আহমেদ কেবু (ধানের শীষ), স্বতন্ত্র আইয়ুব হোসেন খান (মোটরসাইকেল) নূর আলম খান সবুজ (আনারস) নূর উদ্দিন আহম্মেদ (ঘোড়া), সব্দালপুর ইউনিয়নে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নূরল হোসেন মোল্যা (নৌকা), মোঃ ফারুখ আহম্মেদ (ধানের শীষ), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (আনারস), মিয়া মোঃ সমিরুল ইসলাম সমির (ঘোড়া), নাকোল ইউনিয়নে আ.লীগ থেকে হুমাউনূর রশিদ মুহিত (নৌকা), শরাফত হোসেন শুকুর (ধানের শীষ), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, (আনারস), আবু মুসা (হাতপাখা)।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, আসন্ন ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার বগুড়া গাবতলীর ১১টি ইউনিয়নে আ.লীগ, বিএনপি, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। চেয়ারম্যান পদে প্রতীক (মার্কা) পেলেন রামেশ্বরপুর ইউনিয়নে আ.লীগের রফি নেওয়াজ খান রবিন (নৌকা), বিএনপির আব্দুল ওহাব মন্ডল (ধানের শীষ)। সোনারায় ইউনিয়নে আ.লীগের তারাজুল ইসলাম (নৌকা), বিএনপির লুৎফর রহমান তারাজুল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোরশেদুর রহমান (চশমা), মশিউল আলম রিপন (মোটরসাইকেল), রফিকুল ইসলাম রাঙ্গা (আনারস) ও রাহিদ মোস্তাফিজ (অটোরিক্সা)। কাগইল ইউনিয়নে আ.লীগের শফি আহম্মেদ স্বপন (নৌকা), বিএনপির আগা নিহাল বিন জলিল তপন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মোল্লা (আনারস) ও তারেকুর রহমান (মোটরসাইকেল)। দক্ষিণপাড়া ইউনিয়নে আ.লীগের এ্যাড. রফিকুল ইসলাম (নৌকা), বিএনপির আহসান হাবিব সেলিম (ধানের শীষ), জাকের পার্টির আবু তালেব (গোলাপফুল), স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম সাইফুল (আনারস), রায়হানুল ইসলাম রবিন (চশমা)। গাবতলী সদর ইউনিয়নে আ.লীগের ফারুক আহম্মেদ (নৌকা), বিএনপির মতিউর রহমান কামাল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম (মোটরসাইকেল) ও আলমগীর হোসেন (আনারস)। দুর্গাহাটা ইউনিয়নে আ.লীগের আব্দুল মতিন মিঠু (নৌকা), বিএনপির আব্দুল হান্নান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক (আনারস), আবু বেলাল (মোটরসাইকেল), আলীমুর রাজী (অটোরিক্সা)। বালিয়াদিঘী ইউনিয়নে আ.লীগের ইউনুছ আলী ফকির (নৌকা), বিএনপির শফিকুল ইসলাম ভূধন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী রেজা রহমান প্রাং (আনারস), শাহীন ফেরদৌস (চশমা), মাহবুবুর রহমান মাহবুব (ঘোড়া) ও খাদেমুল ইসলাম (মোটরসাইকেল)। নাড়–য়ামালা ইউনিয়নে আ.লীগের আব্দুল গোফফার আলী (নৌকা), বিএনপির ফজলে রাব্বী মন্ডল ফিরোজ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমান রঞ্জু (আনারস), একেএম আক্তারুজ্জামান লিটন (রজনীগন্ধা)। নেপালতলী ইউনিয়নে আ.লীগের লতিফুল বারী মিন্টু (নৌকা), বিএনপির জুলফিকার হায়দার গামা (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান সুজন (মোটরসাইকেল) ও আতরাব আলী ডাবলু মন্ডল (আনারস)। মহিষাবান ইউনিয়নে আ.লীগের ওয়াজেদ হোসেন (নৌকা), বিএনপির মোতাহার হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম (মোটরসাইকেল), জাহিদুল ইসলাম (আনারস) ও ইউনুছ আলী (টেলিফোন), আরিফুল ইসলাম (অটোরিক্সা), আব্দুল মজিদ মন্ডল (চশমা), নুরুল ইসলাম (ঘোড়া) ও আশিকুল ইসলাম (টেবিলফ্যান)। নশিপুর ইউনিয়নে আ.লীগের আব্বাস আলী প্রামানিক (নৌকা), বিএনপির রাজ্জাকুল আলম রোকন তালুকদার (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী জারর্জিসুল আলম (মোটরসাইকেল) ও নজরুল ইসলাম মিন্টু (আনারস)। উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত আসনে ১শ’ ১৮জন ও সাধারণ সদস্য পদে ৪শ’ ১ জন প্রার্থী প্রতীক পেয়ে নির্বাচন করছেন। তবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন