সিলেট অফিস : আগামী ৭ মে চতুর্থ দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সিলেট বিভাগের ৩৬টি ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলটির ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ড এ তালিকা চূড়ান্ত করেছে। সিলেট বিভাগের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১১টি, দক্ষিণ সুরমার ৭টি এবং বিশ্বনাথের ৪টি ইউনিয়ন পরিষদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার ৬টি ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে সায়্যিদ আহমদ সুহেদ, গোলাপগঞ্জ ইউপিতে আবুল কাশেম, ফুলবাড়িতে আবদুল হানিফ খান, লক্ষ্মীপাশায় মাহমুদ আহমদ, বুধবারি বাজারে হাজী মো. রফিক উদ্দিন, ঢাকা দক্ষিণে জামিল আহমদ, লক্ষ্মণাবন্দে দেলোয়ার হোসেন, ভাদেশ্বরে মুক্তিযোদ্ধা আবদুস ছালিক, পশ্চিম আমুড়ায় মইন উদ্দিন, উত্তর বাদেপাশায় মোস্তাক আহমদ এবং শরীফগঞ্জ ইউনিয়নে এম এ মুহিত হীরা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন। দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে হাজী মো. রইছ আলী, কুচাইয়ে জাকিরুল আলম জাকির, সিলামে ইকরাম হোসেন, লালাবাজারে তোয়াজিদুল হক তুহিন, জালালপুরে শহিদুর রহমান শাহীন, মোগলাবাজারে ফখরুল ইসলাম সাইস্তা এবং দাউদপুর ইউপিতে আতিকুল হক আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন। এদিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে ইউনিয়নে শাহনুর হোসেন, খাজাঞ্চিতে শংকর চন্দ্র ধর, অলংকারিতে রফিক মিয়া এবং দৌলতপুর ইউপিতে আমির আলী নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ পেয়েছেন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে সৈয়দ এ কে এম নজরুর ইসলাম, টিলাগাঁওয়ে আবদুল মালিক, হাজীপুরে ওয়াদুদ বক্স, শরীফপুরে মোহাম্মদ চিনু মিয়া, পৃথিমপাশায় আবদুল মান্নান এবং কর্মধা ইউপিতে আতিকুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। এদিকে জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে নকুল চন্দ্র দাস, উত্তরভাগে আবদুল আজিজ, মুন্সীবাজারে ছালেক মিয়া, পাঁচগাঁওয়ে মিহির কান্তি দাস, রাজনগরে ফারুকুজ্জামান খান, টেংরায় আবদুল কাদির মোত্তালিব, কামারচকে নজমুল হক এবং মনসুর নগরে মিলন বখত আওয়ামী লীগের দলীয়
মনোনয়ন পেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন