শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এখনই বাপের বাড়ি ছাড়ছেন না সোনম কাপুর

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

বিয়ে হলে নিজের বা বরের বাড়ি গিয়ে উঠবে মেয়ে এমনই তো চল। কিন্তু সোনম কাপুরের ক্ষেত্রে আপাতত তা হচ্ছে না। তিনি আপাতত তার বাবা অনিল কাপুরের বাড়িতেই থাকবেন।
তবে চিরদিন যে সেখানে থাকবেন তা নয়। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বিয়ের আগে থেকেই তার স্বামী আনন্দ আহুজাকে সঙ্গে নিয়ে বলিউড অভিনেত্রী সোনম বাড়ি খুঁজছেন। তবে এখনও তারা পছন্দসই বাড়ির খোঁজ পাননি।
সোনম আর আনন্দের এক পারিবারিক বন্ধু বলেছেন, “এটা সত্য যে নবদম্পতি বেশ আগে থেকেই মুম্বাইতে বাড়ির খোঁজ করে চলেছে। তারা সোনমের বাবা-মায়ের বাড়ির কাছে থাকতে চাইছে। তবে এটাই শেষ কথা নয়, সোনমের বাবা-মায়ের বাড়ির কাছেই যে থাকতে হবে এমন কথা নেই। আসলে, অনিল কাপুর চাইছেন সোনম আর তার স্বামী তার বাংলোতেই থাকুক।”
আরও একটি ছোট সমস্যা আছে। আসলেও তারা কোথায় বাড়ি বেছে নেবেন। দিল্লি না মুম্বাই? পারিবারিক বন্ধুটি বলেছেন, “আনন্দ’র ব্যবসা আর পরিবার থাকে দিল্লিতে, অন্য দিকে সোনমের বাড়ি আর পেশা মুম্বাইয়ে। এভাবে হোক বা ওভাবে তাকে দিল্লি-মুম্বাই আসাযাওয়া করতেই হবে।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন