রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

‘হোমনা ও তিতাসে চার বছরে সোয়া ৫শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ’

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর থেকে মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা : কুমিল্লা-২ সংসদীয় আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। ৯১ সালের নির্বাচনের পর থেকে আসনটি বিএনপির দখলে থাকলেও গত দশম সংসদ নির্বচনের পর থেকে আসনটিতে ঘেরে বসেছে ১৪ দলীয় জোট এমপি (জাতীয় পার্টি) আলহাজ¦ মোঃ আমির হোসেন ভূইয়া। তিনি নির্বাচিত হওয়ার পর একদিকে স্থানীয় জাতীয় পার্টির রাজনীতির তৃণমূলে গতি ফিরে পায় ও নেতৃত্বে আমুল পরিবর্তন আসে এবং স্থানীয় রাজনৈতিক মাঠে সূচনা হয় নতুন মেরুকরণের। অপর দিকে এমপি আমির হোসেনের নেতৃত্বে এবং তাঁর নিরলস প্রচেষ্টায় দুইটি উপজেলায় গত সাড়ে ৪ বছরে সোয়া ৫শ’কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন হয়েছে বলে এমপি ইনকিলাবকে জানান। এদিকে গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের সাথে সাথে পাশবর্তী উপজেলাগুলোর সাথে যোগাযোগ স্থাপনে নতুন নতুন সড়ক, কালভার্ট, সেতু নির্মাণে এই অঞ্চলে মানুষের মধ্যে এক সেতুবন্ধনের সূচনা হয়েছে। তার প্রচেষ্টায় বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, গ্রামীণ অবকঠামোগত উন্নয়ন, ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণসহ আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক গতি সঞ্চারিত হয়েছে। এরই ধারাবাহিকতা রক্ষাকল্পে একাদশ নির্বাচনেও আমির হোসেনের নেতৃত্বে আসনটি ধরে রাখতে প্রাণপণ চেষ্টায় মরিয়া জাতীয় পার্টিসহ আমির হোসেন সমর্থকরা। তাই আসনটির হোমনা ও তিতাস উপজেলায় জাতীয় পার্টির ভোটের রাজনীতিতে সরব হাট-মাঠ-ঘাট। বর্তমান এমপির পক্ষে প্রচারণা জমে উঠেছে হোমনা ও তিতাস উপজেলার সর্বত্র। হরদম নতুন নতুন আঙ্গিকে আমির হোসেনের পক্ষে প্রচার প্রচারণা জমে উঠেছে। আসন্ন একাদশ জাতীয় নির্বাচন জোটবদ্ধ হলে বর্তমান এমপি আমির হোসেন আবারো ১৪দলীয় জোটের প্রার্থী হচ্ছেন, এমনটি আসা করছেন স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা। জোটবদ্ধ না হলে এ আসনে তিনিই জাতীয় পার্টির একক প্রার্থী হবেন। দলের হাই কমান্ডের সবুজ সঙ্কেত পেয়েছে বলেও নেতাকর্মীরা দাবি করেন। ফলে হাকডাক দিয়ে কোমড় বেধে মাঠে নেমে পড়েছে দলীয় নেতাকর্মীসহ আমির হোসেন সমর্থকরা। বিশেষ করে এখানে আ.লীগের একাধিক প্রার্থী, দলে চরম বিভক্তি এবং হোমনায় একাধিক প্রার্থী মাঠে প্রচারনায় থাকায় ভোটের দিক থেকে বর্তমান এমপির আবস্থান এগিয়ে। ভোটের রাজনীতিতে তাকে নিয়ে আলোচনা হটকেক এখন এখানে। আসন্ন ভোটের রাজনীতিতে আমির হোসেনকে নিয়েই আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিনত নিজ দল, বিরোধদিলসহ সাধারণ ভোটারদের মধ্যে। বিরোধী দল তথা বিএনপির প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা কৌশলে চালিয়ে যাচ্ছেন ভোট রাজনীতির কাজ। আর সরকারি দল আ.লীগের একাধিক প্রার্থী মাঠে প্রচারনায়। আগামী অক্টোবরে নির্বাচনে তফসিল ঘোষণা হবে এমনটি মাথায় রেখে কর্মমুখর এখন ভোটের রাজনীতি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন