রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধামরাইয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম


ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বাবুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর থানা বাসস্ট্যান্ড সংলগ্ন ধামরাই প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের প্রতিনিধি শামীম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনকিলাবের সংবাদদাতা আনিস উর রহমান স্বপন, বাংলাদেশ খবরের আবু হাসান, বেসরকারী টিভি চ্যানেল বাংলা ভিশনের জেলা প্রতিনিধি লোকমান হোসেন, সমকালের প্রতিনিধি মোকলেছুর রহমান, মানবজমিনের প্রতিনিধি আজহারুল ইলসলাম রাজু, ইত্তেফাকের মিজানুর রহমান, আমাদের সময়ের বাবুল হোসেন ও প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম মিজানুর রহমান। এসময় প্রেসক্লাবের সকল সংবাদিক উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন