রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সেনাবাহিনীর তত্ত¡াবধানে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সেনাবাহিনীর সার্বিক তত্ত¡াবধানে গতকাল কক্সবাজারের উখিয়ার বালুখালি ২/২ ক্যাম্প এলাকায় একটি দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের সুরক্ষায় দ্রæততার সাথে উদ্ধার অভিযান পরিচালনা, ক্ষয়ক্ষতির পরিমান কমানো এবং উদ্ধার কার্যক্রমের দেশী, বিদেশী সকল সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চিতকরণের লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয় । আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহড়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসিসহ স্থানীয় প্রশাসন, এনজিও, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ক্যাম্পে বসবাসরত মায়ানমার নাগরিকগণ স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে। উক্ত মহড়ায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান,এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ও জিওসি ১০ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিবসহ উধ্বর্তন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন