মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডিএসইতে দুই ঘণ্টায় ২৫৪ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ৪:৩৭ পিএম

সপ্তাহের প্রথম দিন প্রথম দুই ঘণ্টায় সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে পুঁজিবাজারে।

রোববার বেলা ১২টা ৩৮ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭২০ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন