সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলায় তীব্র শীত, ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে ঠা-ায় জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়েছে। গত ৭ দিন থেকে একটানা ঘন কুয়াশা, কনকনে শীত, শীতের সাথে হিমেল হাওয়া বইতে থাকায় জনজীবন কাহিল হয়ে পড়ে। খেটে খাওয়া নি¤œআয়ের মানুষেরা কনকনে ঠা-ায় ঘরের বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়া দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রার্দুভাব। এরোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়ঃবৃদ্ধরা। বিশেষ করে উপজেলার ৬ ইউনিয়নের ২২টি চরাঞ্চলের মানুষ বেশি দুর্ভোগ পড়েছে। অনেকেই খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কাপাসিয়া ইউনিয়েনের বাদামের চর গ্রামের দুলা মিয়া, হালিমা বেগম, ফজলার রহমানসহ অনেকে জানান, গত ৭ দিন থেকে তীব্র শীত ও হিমেল হাওয়ায় ঘর হতে বের হতে না পেরে মানবেতর জীবনযাপন করছি। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে তাদের মাঝে কেউ গরম কাপড় দেয়নি। উপজেলা ত্রাণ অফিস সূত্র জানায়, এ পর্যন্ত শীতার্ত মানুষের মাঝে কয়েক দফায় ৫ হাজার ৭শ’ কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তলুনায় অপ্রতুল।
ইয়াবা বিক্রেতা গ্রেফতার
সুন্দরগঞ্জ উপজেলায় ২১৮ পিস ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গত শনিবার সন্ধ্যায় উপজেলার কে-কৈ কাশদহ গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আফছার আলীর পুত্র ইয়াবা ব্যবসায়ী লাভলুকে (২৪) গ্রেফতার করেন। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন