শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাপ্পা মজুমদার বিয়ে করছেন তানিয়া হোসাইনকে!

চাঁদনীর সাথে ডির্ভোস নিয়ে ধুম্রজাল

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

বছরখানেক ধরেই গুঞ্জন চলছে কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী চাঁদনীর সংসারে ভাঙন ধরেছে। ইতোমধ্যে তারা আলাদা থাকতে শুরু করেছেন। তবে ডিভোর্স হয়েছে কিনা তা তাদের দুজনে কেউই খোলাসা করে বলছেন না। এরই মধ্যে শোনা যাচ্ছে, বাপ্পা বিয়ে করতে যাচ্ছেন উপস্থাপিকা ও অভিনেত্রী তানিয়া হোসাইনকে। এ ব্যাপারে বাপ্পা মজুমদার বলেন, আমি দুই একদিনের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব। আমি চাই না বিষয়টি নিয়ে কোনোরকম জল ঘোলা হোক। চার পাঁচ দিন থেকে ভীষণ জ্বরে পড়েছিলাম। জ্বর থেকে উঠেছি। আজ-কালের মধ্যেই বিষয়টি সবার কাছে খুলে বলবো। তানিয়া হোসেন বলেন, এ বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাই না। আরও সময় লাগবে। জীবন চলমান। এখানে অনেক ঘটনাই চমক নিয়ে আসে। জানা যায়, চাঁদনীর সঙ্গে সমপর্ক খারাপ হওয়ার পরে উপস্থাপিকা ও অভিনেত্রী তানিয়া হোসাইনের সঙ্গে নতুন করে প্রেমে জড়িয়েছেন বাপ্পা। তানিয়া এর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন উপস্থাপক এবং চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসকে। তাদের বিয়ে বেশিদিন টিকেনি। তারপর সোলস ব্যান্ডের পার্থ বড়–য়ার সঙ্গে প্রেম করেছেন অনেকদিন। এবার ঘর বাঁধছেন বাপ্পার সঙ্গে। এদিকে বাপ্পা ও তানিয়ার ঘটিষ্ট সূত্র জানায়, তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। ঈদের পর বিয়ে করার পরিকল্পনা করেছেন দুজন। গোপনে আংটি বদলও হয়ে গেছে। আংটি বদলের একটি ছবি তানিয়া গত ২০ মে রাতে তার ফেসবুকে পোস্টও করেছেন। ছবিতে দেখা যায় তানিয়ার অনামিকায় একটি আংটি। অনেকে বলছেন এই আংটিটি তানিয়াকে দিয়েছেন বাপ্পাই। এদিকে বাপ্পা ও চাঁদনীর ডিভোর্স হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কিছু দিন আগে এ নিয়ে চাঁদনী বলেছিলেন, এ ব্যাপারে তাকে (বাপ্পা) জিজ্ঞেস করলেই ভালো হবে। আমি আমার সম্মান ধরে রাখতে চাই। তার যদি কিছু বলার থাকে, কিছু ঘটাবার থাকে তবে আমি চাই সেটা তিনি বলুক। এ বিষয়ে আমি কোনো কথা বলব না। আমি বলব না, আমাদের ডিভোর্স হয়েছে কিনা। আমাদের কী হচ্ছে, না-হচ্ছে তাও আমি কাউকে বলিনি, বলব না। আমি এসব কেন বলতে যাব? যত কিছুই হোক, আমি মেয়ে মানুষ। তাই নেতিবাচক কোনো কথা শুনতে চাই না। আমার সম্মান সবার আগে। আমার পরিবারের সম্মান এমনকি বাপ্পার পরিবারের সম্মানও আমি রক্ষা করে চলব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন