তালেবানদের বসন্ত অভিযানের জবাবে আফগান নিরাপত্তা বাহিনী তাদের অপারেশন দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোববার এ কথা জানান।
প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রণাল জানায়, আফগান এয়ার ফোর্স (এএএফ), কমান্ডো এবং পুলিশের বিশেষ বাহিনী তালেবানদের বিরুদ্ধে তাদের অভিযান দ্বিগুণ করবে যেন বিদ্রোহীরা তাদের লক্ষ্য অর্জন করতে না পারে। ২৬ দিন আগে তালেবানরা তাদের বসন্ত অভিযান শুরু করে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, যুদ্ধ মওসুম শুরু হওয়ার পর থেকে তালেবানরা উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণের ১৪টি প্রদেশে কৌশলগত এলাকাগুলো দখলের চেষ্টা করছে।
এই নিরাপত্তা হুমকির মোকাবেলায় নিরাপত্তা ও প্রতিরক্ষা দফতরগুলো একটি পরিকল্পনা তৈরি করেছে যার ভিত্তিতে নিরাপত্তা বাহিনীগুলোকে তালেবানদের বিরুদ্ধে অভিযান বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। দানিশ বলেন, এই অপারেশনকালে আমাদের বাহিনী আক্রমনাত্মক অবস্থানে থাকবে এবং আগামী দিনগুলোর জন্য আমাদের সকল পরিকল্পনা করা হয়ে গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ বলেন, এখন আমরা ১৩টি প্রদেশে ১৪টি অপারেশন চালাচ্ছি। আর কোথাও হুমকি দেখা দিলে আমরা অপারেশন শুরু করবো। সারাদেশে তালেবানদের চলাচলের বিরুদ্ধে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও সিনেটর জানান যে নিরাপত্তা হুমকি মোকাবেলায় পুলিশের স্পেশাল বাহিনী খুবই ভালো। তবে, এ ক্ষেত্রে সফলতা পেতে হলে আফগান বাহিনীগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা কর্মকর্তাদের সকল বাহিনীর সঙ্গে সুদৃঢ় কাজের সম্পর্ক গড়ে তুলতে হবে।
সাবেক সেনা কর্মকর্তা জাবেদ কোহিস্তানি বলেন, দেশের বেশিরভাগ এলাকায় আমাদের বাহিনী আত্মরক্ষামূলক অবস্থানে, এটাই বড় সমস্যা। আমাদের বাহিনীকে এই রক্ষণাত্মক মনোভাব পরিবর্তন করে আক্রমণাত্মক হতে হবে।
সিনেটের ফার্স্ট ডেপুটি স্পিকার বলেন, আমাদের রক্ষণাত্মক নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত আমরা পরিস্থিতি পরিবর্তন করতে পারবো না। নিরাপত্তা বিভাগগুলো জানায়, এই লড়াই মওসুমে ১৪টি প্রদেশে কমান্ডোরা ৭০টি এবং পুলিশ স্পেশাল ফোর্স ২৬টি অপারেশন চালিয়েছে এবং সকল নিরাপত্তা হুমকি দূর করতে তারা অপারেশন সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন