শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্কুলে বন্দুক হামলা প্রতিরোধে টেক্সাস গভর্নরের বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

স্কুলে বন্দুক হামলা প্রতিরোধে করণীয় পদক্ষেপের ব্যাপারে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ এবোট বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে এক মর্মান্তিক বন্দুক হামলায় ১০ জন নিহত হওযার পাঁচ দিন পর বৈঠকটি অনুষ্ঠিত হল। রিপাবলিকান দলীয় এবোট বৈঠকের প্রথম অধিবেশনে স্কুলের নিরাপত্তার ওপর জোর দেন। আগামী দুই দিন বন্দুক নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য ও যারা আক্রান্ত হয়েছে তাদের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে। শুক্রবার সান্তা ফে হাই স্কুলে হত্যাযজ্ঞের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ওই ঘটনায় আট শিশু ও দুই শিক্ষক নিহত হন। আমেরিকানদের জীবনে প্রায়ই ঘটে যাওয়া এ ধরনের মর্মান্তিক ঘটনার এটা সর্বশেষ উদাহরণ। অধিবেশনের শুরুতেই এবোট বলেন, ‘আপনি রিপাবলিকান হন অথবা ডেমোক্র্যাট, বাস্তবতা হচ্চে আমরা কেউই আমাদের সন্তানদের হত্যাকারীর হাতে বন্দুক চাই না।’ এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন