শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্কুলে বন্দুক হামলা চালানোর প্রশিক্ষণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম


যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো শহর থেকে দূরবর্তী একটি মরুভূমিতে স্কুলে বন্দুক হামলা চালানোর প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের স্থানীয় গণমাধ্যম দ্য টাওস নিউজের বরাত দিয়ে একথা জানানো হয়েছে। স্থানীয় সময় গত সোমবার এই মরুভূমিতে শিশুদের প্রশিক্ষণ দেয়ার সময় অস্ত্রসহ সিরাজ ইবন ওয়াহহাজ এবং লুকাস মরটন নামের দুই ব্যক্তি এবং তিন নারীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থল থেকে অপুষ্টির শিকার ১১ শিশুকেও উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল তল্লাশি করে আবদুলা-ঘানি ওয়াহহাজ নামের তিন বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত বছরের ডিসেম্বরে আবদুলাকে জর্জিয়ার বাসা থেকে অপহরণের ঘটনায় সিরাজের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এর ভিত্তিতে তাকে খুঁজতে এই অভিযান চালায় পুলিশ। বুধবার আদালতে এই মামলার নথিপত্র দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী টিমোথি হ্যাসন। তিনি আদালতে আবেদন জানান, সিরাজকে জামিন না দিয়ে পুলিশের হেফাজতে রাখা হোক। তবে এই বেশি কিছু বলতে রাজি হননি তিনি। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন