ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার সোনাখালী বাসষ্ট্যন্ড এলাকায় গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন পরিবহনে ডাকাতি প্র¯‘তিকালে ডাকাত পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ ডাকাতসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। আহত ডাকাতদের প্রথমে সোনারগাঁ স্বা¯’্য কমপ্লেক্স ও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ১টি সুইচ গিয়ার ছোরাসহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী বাসষ্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল বিভিন্ন গণ পরিবহনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদারের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আর্তরক্ষার্থে ডাকাতের লক্ষ্য করে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে এসময় ডাকাত ইমন ও আবু নাইম নামের দুই গুলিবিদ্ধ ডাকাতসহ ৪ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ১ টি ছোরা উদ্ধার করা হয়েছে। আটককৃত ইমন দক্ষিন নানাখী গ্রামের আব্দুল বাতেনের ছেলে, আবু নাঈম একই এলাকার মোঃ রাশেদের ছেলে, হূদয় (১৮) পশ্চিম নানাখি এলাকার মৃত জসিমউদ্দিনের ছেলে ও মোঃ শাকিল একই এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন