শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের নাটকে জুটি হলেন অপূর্ব ও মোনালিসা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

অভিনেত্রী মোনালিসা ও অভিনেতা অপূর্ব ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। আশফাক নিপুণের নির্দেশনায় ‘হয়তো তোমার কাছেই যাব’ নাটকে তারা জুটি হয়েছেন। নাটকটির শূটিং ইতোমধ্যে শেষ হয়েছে। মোনালিসা বলেন, ‘এবার দেশে ফিরে কাজের খুব চাপে আছি। চেষ্টা করছি, ভালো গল্পের নাটকগুলোতে কাজ করার। আশফাক নিপুণের নাটকের গল্প শুনে ভালো লেগেছে। এতে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। এ ধরনের চরিত্রে কাজ করার জন্য শিল্পীরা অপেক্ষায় থাকেন। সাধ্যমতো আমি চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে এবং আশাবাদী কাজটি নিয়ে। অপূর্ব সবসময়ই সহযোগিতা পরায়ণ, এই নাটকে কাজ করে তা আবারো বুঝতে পেরেছি। অপূর্ব বলেন, ‘নাটকটির গল্প খুবই ভালো লেগেছে। একটু অন্যরকম গল্পের নাটক এটি। আশফাক নিপুণ, মোনালিসা, আমি এবং পুরো ইউনিট মিলে একটি ভালো কাজ দর্শককে উপহার দেয়ার চেষ্টা করেছি। আর মোনালিসা এতো চমৎকার অভিনয় করেছে যে কোনভাবেই বোঝার উপায় নেই গত দুই বছর তার অভিনয়ে গ্যাপ ছিলো।’ আগামী ঈদে বাংলাভিশনে ‘হয়তো তোমার কাছেই যাব’ নাটকটি প্রচার হবে। এদিকে অপূর্ব এরইমধ্যে শেষ করেছেন জাকারিয়া শৌখিনের নির্দেশনায় দেবদাসের ছায়া অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘জলসা ঘর’র কাজ। এতে অপূর্ব দেবদাস চরিত্রে, মম চন্দ্রমুখী চরিত্রে এবং মেহজাবিন পার্বতী চরিত্রে অভিনয় করেছেন। মোনালিসা এরইমধ্যে জাহিদ হাসান, মোস্তফা কামাল রাজ, বি ইউ শুভ, সাখাওয়াত মানিক, মোরসালিন শুভ’র ঈদ নাটকের কাজ শেষ করেছেন। ইত্যাদি’তেও পারফর্ম্যান্সে অংশ নিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন