শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অন্যরকম ভালবাসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ৪:০৮ পিএম

মানুষ বলে টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না। কিন্তু ঠিক এর উল্টোটা করেছেন এক চীনা যুবক। তিনি টাকা দিয়ে অর্থা ডলার দিয়ে বানিয়েছেন ফুলের তোড়ার মতো বিশাল এক তোড়া। ভালবাসার প্রতীক ‘লাভ’ গড়নের একটি তোড়া বানাতে তার লেগেছে ৫২৩০০ মার্কিন ডলার।


তারপর বান্ধবী বা প্রেমিকার হাতে তুলে দিয়েছেন সেই ভালবাসার তোড়া। এ নিয়ে সমালোচনাও হচ্ছে।
বলা হচ্ছে তিনি কি নিয়ম লঙ্ঘন করলেন? তিনি যে তোড়াটি বানিয়েছেন চীনে তার অর্থমূল্য ৩ লাখ ৩৪ হাজার ইউয়েনের সমান। এ ছবি ধারণ করেছেন ফটো সাংবাদিকরা। তাতে দেখা যাচ্ছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেগাসিটির ওই যুবতী দাঁড়িয়েছেন ‘হার্ট’ আকৃতির ওই তোড়ার সামনে। একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ওই তোড়াটি সামনে নিয়ে দাঁড়ানো তিনি। এমন রিপোর্ট করেছে চংকিং মর্নিং পোস্ট। তবে রিপোর্টে ওই যুবতী বা যুবকের কোনো নাম পরিচয় প্রকাশ করা হয় নি।

কিন্তু ওই অনুষ্ঠানে ১৬ই মে উপস্থিত ছি
লেন এমন একজন বলেছেন, স্থানীয় একটি ফুলের দোকানের শ্রমিকরা ওই তোড়াটি বানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন আরেকজন বলেছেন, ওই যুবক প্রকৃতপক্ষেই তার প্রেমিকাকে ভালবাসেন। ওই যুবকের পরিবার ধনাঢ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন