মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২ লিটার হুইস্কি ও ৬ বোতল মদ উদ্ধার করা হয়। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ১৭ বিক্রেতাকে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মাদক বিরোধী অভিযানে এযাবৎ শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন