সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গাবতলীতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম : থানায় মামলা

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপায় পূর্বশক্রতার জেরধরে উপজেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমকে হত্যার উদ্যোসে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, বালিয়াদিঘী কলাকোপা গ্রামের গোফার মন্ডলের পুত্র শ্রমিকলীগ নেতা আলিমের নিকট থেকে একই গ্রামের প্রতিপক্ষ হারুনুর রশিদ মন্ডল’সহ দলবদ্ধ চিহিৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছিল। গতরবিবার রাঁতে আলিম ফ্যানের মিস্ত্রি রাজা’র খোজে কলাকোপা মন্ডল বাড়ি জামে মসজিদে পৌছিলে সেখানে তার নিকট পুনরায় চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এরপর আলিম চাঁদার টাকা দিতে অস্বীকার করলে প্রতিপক্ষ হারুন, রতন, তুরাগ, তুরান, বিপুল, সবুজ, অরুন’সহ আরো অজ্ঞাত ৪থেকে ৫জন আলিম’কে হত্যার উদ্যোশে ধারালো শাবল, রড ও বাটাম দিয়ে উপযুপুরী মাথায় আঘাতে জখম করে। এতে আহত আলিমের হাত ভাঙ্গিয়ে যায়। এ সময় আলিমকে বাঁচাতে একই গ্রামের টনি এগিয়ে আসলে তাকেও মারপিট করে আহত করা হয়। এরপর সন্ত্রাসীরা আলিমের পকেট থেকে ৭হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। আলিমের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে আহত আব্দুল আলিম বাদী হয়ে প্রতিপক্ষ হারুনুর রশিদ মন্ডল কে প্রধান আসামী করে রতন, তুরাগ, তুরান, বিপুল, সবুজ ও অরুন’সহ ৪থেকে ৫জন অজ্ঞাত আসামী করে গাবতলী থানায় মামলা দায়ের করে। মামলা ওসি (তদন্ত) নুরুজ্জামান জানান, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন