সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে গোলাগুলিতে ইয়াবা ব্যবসায়ী আনিছুর রহমান নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
সোমবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, রাত সোয়া দুইটার দিকে দুটি গ্রুপ চিতলা এলাকায় মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবা ব্যবসায়ী আনিছুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। নিহত ইয়াবা ব্যবসায়ী আনিছুর রহমান ১০টি মামলার আসামি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন