শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টেকনাফের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বাবুল মেম্বার গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ৯:৩২ এএম | আপডেট : ১:২৬ পিএম, ২ জুলাই, ২০১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের অন্যতম টেকনাফের
হ্নীলা ইউনিয়ন পরিষদের মেম্বার শামশুল আলম বাবুল প্রকাশ বাবুল মেম্বার শেষ পর্যন্ত ধরা পড়েছেন বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ফুলেরডেইল এলাকা থেকে তাঁকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে।
বাবুল মেম্বারের সঙ্গে সাইফুল ইসলাম নামে আরও একজন ইয়াবা কারবারিকেও আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টপ তালিকাভুক্ত ইয়াবা ডন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার বাবুল বরাবরই নাফ নদী তীরে অবস্থান করতেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল-১ আবুল হোসেন মেম্বার বাবুল মেম্বারের আটকের বিষয়ে নিশ্চিত করেছেন।

জানা গেছে,বাবুল মেম্বারের বিরুদ্ধে ডজন খানেক ইয়াবার মামলা রয়েছে। তিনি ফুলের ডেইলে দেখার মতো একটি আলীশান বাড়িও নির্মাণ করেছেন।
এর আগে তাঁর স্ত্রীকেও আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন