সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে আশান হাবিব (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার ভোর রাতে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজের পাশের একটি ক্ষেতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আশান হাবিব কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটপাড়া গ্রামের ইজার উদ্দিনের ছেলে। আহত র্যাব সদস্যরা হলেন, নায়েক ছাবলুর রহমান, তোফায়েল আহমেদ ও কনস্টেবল মোঃ আরিফ হোসেন। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ঝাঐল এলাকায় মাদক ব্যাবসায়ীরা অবস্থান করছে। এরই ভিত্তিতে ঘটনাস্থলে পৌছাতেই র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী দলের সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। র্যাব সদস্যগণ জনগণের সম্পদ, নিজেদের জানমাল ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এভাবে প্রায় ১০/১৫ মিনিট পাল্টা-পাল্টি গুলি বিনিময় চলতে থাকে। এরই এক পর্যায় অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা পিছু হটে এবং পালিয়ে যায়। এ সময় ব্রীজের পাশের একটি ক্ষেতে আশান হাবিবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছে। তিনি আরো জানান, নিহত আশান হাবিবের বিরুদ্ধে অবৈধ মাদক সংক্রান্তে প্রায় ৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন