সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালিপাড়ায় এলাকার ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোটালিপাড়া থানার এসআই/এসএম সামিম, এসআই বাচ্চু মোল্লা, এসআই সহিদুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, এএসআই খয়বর আলী ও মোঃ রবিউল অভিযান চালিয়ে উপজেলার উত্তরপাড়া হাটখোলা থেকে রিপন মৃধা (৩৭) ও এনায়েত শেখ(৩৪)কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। রিপন উত্তরপাড়া গ্রামের মৃত খালেক মৃধার ছেলে ও এনায়েত একই গ্রামের জয়নাল শেখের ছেলে। তাদের বিরুদ্ধে কোটালিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন