রাজশাহীর গোদাগাড়ীতে রাস্তা পারাপাররে সময় লালু (৬০) নামরে এক বৃদ্ধা নিহত হয়ছে। সে গোদাগাড়ী বাইপাস রলেগটে এলাকার মৃত বেলাল উদ্দীনরে ছলে। জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে সে নিজ বাড়ী হতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। রেলগেট মোড়ে মহাসড়ক পার হতে গেলে একটি ট্টাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সে ঘটনা স্থলইে মারা যায়। ট্রাকটিও পাশে উল্টে যায়। পরে নিহতের লাশ স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায়। গোদাগাড়ী মডেল থানার থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলনে, ঘটনাস্থলে পুলশি পাঠানো হয়ছে। সব কছিু আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন