চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী বাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত সরজত মোল্লা (৮৪) কুড়ুলগাছী গ্রামের মরহুম নাসের মোল্লার ছেলে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের বড় ছেলে আহাদ আলি মোল্লা জানায়,তার বাবা সকাল ১০টার দিকে কুড়ুলগাছী বাজারে দোকান থেকে চা পান করে বাড়ী ফিরছিলো। এসময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে মারাতœক আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির বলেন, দূর্ঘটনাটির ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন