ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুুপুরে এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে রহিম উদ্দিন নামে একজন বৃদ্ধ (৬০) নিহত হয়েছে। এ ঘটনার পরে রাতে ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত রহিমউদ্দীন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ধুলঝাড়ী গ্রামে মৃত খতু মোহাম্মদ এর ছেলে।
আটককৃতরা হলেন- রানীশংকৈল উপজেলার ধুলঝাড়ী গ্রামের ইনতাজুল হোসেন (৫৫) এবং তার স্ত্রী হুসনিয়ারা বেগম (নন্দু) (৪২)।
পুলিশ, স্থানীয়রা ও নিহতের পরিবার বুধবার দুুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী গ্রামে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ধুলঝাড়ী গ্রামে রহিম উদ্দিনের বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশি ইমতাজুল ইসলামের সঙ্গে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন