শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আড়াইহাজারে বাল্যবিয়ে বন্ধে শিক্ষার্থীদের শপথ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাল্য বিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীদের ফল উৎসব অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী বাল্য বিবাহ প্রতিরোধ ও না করার শপথ গ্রহণ করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলায় অবস্থিত রওযাতুল মুত্তাকিন দাখিল মাদারাসার শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করে।
মাদ্রসার কর্তৃপক্ষের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে ফল উৎসব ও অবহিতকরণ সভার আয়োজন করে। মাদরাসার সভাপতি পীরজাদা এমদাদুল্লাহ শাজলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, মাদরাসার সুপার রফিকুল ইসলাম, শিক্ষক মনির হোসেন, রেজাউল করিম ও সাদেকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রমুখ। মাদরাসার সভাপতি পীরজাদা এমদাদুল্লাহ শাজলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো অভিভাবক যদি বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনকে জানালে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে। সভা শেষে আয়োজক কমিটি বাল্য বিয়ে না করার জন্য আহবান জানালে এ সময় শিক্ষার্থীরা বাল্য বিয়ে করব না, বাল্য বিয়ে রুখব বলে শপথ করেন। অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের শপথ পড়ান। অনুষ্ঠানে শিশু শ্রমকে ও না বলা হয়। অনুষ্ঠানে সহযোহিতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন