শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাঁজা ও বিয়ারসহ গ্রেফতার ৩

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
শ্রীপুরে এক কেজি গাঁজা ও ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বাশকোপা ও তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সাইফুদ্দিনের পুত্র সাহাব উদ্দিন ও একই এলাকার মৃত জুলমত আলীর পুত্র নুরুল ইসলাম ম-ল। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। পুলিশ জানায়, উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বাশকোপা গ্রামে এক কেজি গাঁজা ও নাম্বারবিহীন এপাসি মোটরসাইকেল নিয়ে দুই মাদক ব্যবসায়ী সন্দেহজনক ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করে। অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজারে আবদুল হামিদের তেলের পাম্পের সামনে থেকে বিদেশি ৪৮টি বিয়ার ক্যানসহ সুমন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ সময় মাদক ব্যবসা কাজে ব্যবহৃত প্রাইভেট কার নং চট্র-মেট্রো-ট-১১-০৯৯৯ আটক করা হয়। গ্রেফতারকৃত সুমন ঢাকা উত্তরার কামারপাড়া এলাকার আবদুর রাজ্জাকের পুত্র। তার বিরুদ্ধে শ্রীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ তাকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন