শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকা থেকে যেকোনও মূল্যে মাদক নির্মূল করা হবে -ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ৩:২১ পিএম

ঢাকা শহর থেকে যেকোনও মূল্যে মাদক নির্মূল করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রবিবার (৩ জুন) দুপুরে আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় ডিএমপি কমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজকে মাদকের বিরুদ্ধে জেহাদে নেমেছি। ঢাকা মহানগরীতে মাদকের কোনও আখড়া থাকতে দেওয়া হবে না। সব আখড়া গুড়িয়ে দেওয়া হবে। মাদক ব্যবসায়ী যেই হোক, যত বড় ক্ষমতাশালীই হোক, যে দলেরই হোক, যে পেশার হোক, এমনটি আমার পুলিশ বাহিনীর হলেও তাকে কোনও ছাড় দেওয়া হবে না। যেকোনও মূল্যে যেকোনও কিছুর বিনিময়ে এই ঢাকা শহর থেকে মাদককে নির্মূল করা হবে। মাদকের ব্যবসা করে কেউ পার পাবে না।’
মাদক ব্যবসায়ী ও তাদের আখড়াগুলোর তথ্য পুলিশকে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি পুলিশ প্রধান আছাদুজ্জামান মিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসুন আমরা একসঙ্গে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করি। যেমনটি আমরা করেছিলাম জঙ্গিবাদের বিরুদ্ধে। যে সন্তান হতে পারতো দেশ ও সমাজের সম্পদ, মাদকের কারণে সে হয়ে ওঠে সমাজ, দেশ ও পরিবারের বোঝা। মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে, সে অভিযানে সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। মাদক ব্যবসায়ী ও তাদের আখড়া সম্পর্কে পুলিশকে আপনারা তথ্য দিন, আপনাদের পরিচয় গোপন থাকবে।’
মাদকবিরোধী অভিযানে কাউকে হয়রানি করা হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার হুশিয়ারি দিয়ে কমিশনার আরও বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের নামে কোনও হয়রানি করা হলে কর্মকর্তা-কর্মচারী যেই হোক তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব।’

আসন্ন ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান বলেন, ‘এই রমজানে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি, টিকিট কালোবাজারিদের তৎপরতার কোনও তথ্য নেই। কারণ রমজান শুরুর দুইমাস আগে থেকেই আমরা পোশাকে ও সাদা পোশাকে এই অপরাধীদের দমনে মাঠে নেমেছি। আমরা বলতে চাই, জনগণের নিরাপত্তা কেউ যদি বিঘ্ন করে, তাহলে আমরা কঠোর হাতে তা দমন করব। জনগণের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। ঈদের সময় আমরা বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে আমরা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি, যাতে মানুষ নির্বিঘ্নে গ্রামের বাড়িতে যেতে পারে।’ আবার ঈদের ছুটিতে প্রত্যেকটি পাড়া-মহল্লায় শপিং মলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন