মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া তানোর ভাসছে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতির জোয়ারে

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা

রাজশাহীর তানোরে আসন্ন ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণ-সংযোগে ব্যস্ত রয়েছে। ভোটরদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ফলে প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ারে ভাসছে তানোর। তানোরের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে মোট চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলমা ইউপিতে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রতীক নৌকা, বিএনপির প্রার্থী হযরত আলী মাস্টার ধানের শীষ ও জামায়াত প্রার্থী বদরুদ্দোজা রমজান চশমা, কামারগা ইউপিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মসলেম উদ্দিন প্রামানিক নৌকা, বিএনপির প্রার্থী জাকির হোসেন জুয়েল ধানের শীষ, জামায়াত প্রার্থী ওবাইদুর রহমান চশমা, তালন্দ ইউপিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কাশেম নৌকা, বিএনপির আখেরুজ্জামান হান্নান ধানের শীষ, জাতীয় পার্টির রেজাউল ইসলাম লাঙ্গল ও জামায়াত প্রার্থী ডিএম আক্কাশ চশমা, পাচন্দর ইউপিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল মতিন ম-ল নৌকা, বিএনপির মমিনুল ইসলাম মোমিন ধানের শীষ, জামায়াত প্রার্থী আলমগীর হোসেন চশমা, স্বতন্ত্র সরদার আবুল হোসেন আনারস ও এরাজ উদ্দীন ঘোড়া, বাধাইড় ইউপিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আতাউর রহমান নৌকা ও বিএনপির প্রার্থী কামরুজ্জামান হেনা ধানের শীষ, চান্দুড়িয়া ইউপিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মুজিবুর রহমান নৌকা, বিএনপির মফিজ উদ্দিন ধানের শীষ, জামায়াতের রুহুল আমিন চশমা ও স্বতন্ত্র নজরুল ইসলাম আনারস ও জনাব আলী মোটরসাইকেল, সরনজাই ইউপিতে আওয়ামী লীগ দলীয় আব্দুল মালেক ম-ল নৌকা ও বিএনপির মোজাম্মেল হক খান ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে এসব প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে এলাকার উন্নয়ন, দুর্নীতি ও সন্ত্রাস দমনসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না (নৌকা) বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে ইউপির শিক্ষা-স্বাস্থ্য, বিশুদ্ধ খাবার পানি-স্যানিটেশন, যোগাযোগ-বিদ্যুৎ, বেকার সমস্যা দূরীকরণ, সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ, মাদক ও বাল্য বিয়ে মুক্ত করা হবে। এছাড়াও কলমা ইউনিয়ন পরিষদকে ইউপি মডেল ইউপিতে উন্নীত করা হবে। সরনজাই ইউপির আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল মালেক ম-ল বলেন, তিনি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, সমাজের দুঃস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থান, ভূমিহীনদের আবাসন, উন্নত স্বাস্থ্যসেবা, শতভাগ স্যানিটেশন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা বিস্তার, যৌতুক ও বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হবে। পাচন্দর ইউপির চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী মমিনুল ইসলাম মমিন বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে নতুন ইউপি ভবন নির্মাণ ও ইউনিয়ন পরিষদকে ইউপি আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা হবে। এসব চেয়ারম্যান প্রার্থীরা সকলেই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তারা তাদের অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। তবে এবার ভোটাররা প্রার্থীদের মন ভুলানো প্রতিশ্রুতির কথায় ভুলছেন না। ভোটাররা বলছেন, এবার তারা দেখে ও বুঝেশুনে এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন