শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

একক প্রার্থী দিলো আওয়ামী লীগ

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আগামী ৭ মে চতুর্থ দফায় ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এদিকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম বিক্রি চলছে। দলীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- ফুলবাড়ীয়া ইউনিয়ন, চাপাইর, বোয়ালী, আটাবহ, মধ্যপাড়া, সুত্রাপুর, ঢালজোড়া। মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় মৌচাক ও শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন পিছিয়ে গেছে। আওয়ামী লীগের তৃণমুল একক প্রার্থীরা হচ্ছেন-সুত্রাপুর ইউনিয়নে বজলুর রহমান, মধ্যপাড়া-নাছিম কবীর, ঢালজোড়া- আব্দুর রাজ্জাক, বোয়ালী-সাহাদত হোসেন, ফুলবাড়িয়া-অধ্যাপক আঃ হাকিম, চাপাইর-লায়ন আহসান হাবীব, আটাবহ-এম এ আলীম। গত মঙ্গলবার পর্যন্ত ঢালজোড়া ইউনিয়নে ২ জন চেয়ারম্যান, ২৫ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ১০ জন ফরম সংগ্রহ করেছেন। সুত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সাধারণ ৩২ জন, সংরক্ষিত ৯ জন, ফুলবাড়িয়া চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য ৪৩ জন, সংরক্ষিত ১০ জন, চাপাইর চেয়ারম্যান ৪ জন, সাধারণ সদস্য ৩৬ জন, সংরক্ষিত ১১ জন, মধ্যপাড়া চেয়ারম্যান- ৫ জন, সাধারণ সদস্য ৩১ জন, সংরক্ষিত ১৩ জন, বোয়ালী চেয়ারম্যান ৮ জন, সাধারণ সদস্য ৩৮ জন, সংরক্ষিত ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার বলেন, ৭ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন